Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা সমবায় কার্যালয়, ফেনীর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম, ডানপাশে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছে, ক্লিক করে ভিজিট করতে পারেন, ধন্যবাদ।


সাম্প্রতিক কর্মকান্ড

ফেনী জেলার বিভিন্ন সমবায় সমিতি ব্যক্তি, সমাজ ও দেশের আর্থ-সামাজিক যে যে ক্ষেত্রে কাজ করছে তা হলো-(১) কর্ম-সংস্থান বৃদ্ধি (প্রত্যক্ষ, পরোক্ষ ও আনুষঙ্গিক, আত্ম-কর্মসংস্থান), (২) বেকারত্ম দূরীকরণ, (৩) উদ্যোক্তা সৃষ্টি; (৪) পূজি গঠন; (৫) সরকারের রাজস্ব আয় বৃদ্ধি; (৬) কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা; (৭) পন্য বাজারজাতকরনে সহায়তা; (৮) শিক্ষা ক্ষেত্রে কার্যক্রম গ্রহন ও নিরক্ষরতা দূরীকরণ, (৯) স্যানিটেশন, (১০) যৌতুক বিরোধী আন্দোলন, (১১) বৃক্ষরোপন ও বনায়ন, (১২) বিভিন্ন দূর্যোগে সহায়তা প্রদান, (১৩) স্বাস্থ্য সেবা প্রদান, (১৪) দূঃস্থ অসহায় ও বয়োবৃদ্ধদের মানবিক সাহায্য সহযোগিতা, (১৫) গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদান, (১৬) সামাজিক বিরোধ মীমাংসা, (১৭) দূর্ণীতি প্রতিরোধ, (১৮) সমবায় ভিত্তিক শিল্প উদ্যোগ গ্রহন; (১৯) মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা করা ইত্যাদি।

জেলা সমবায় কার্যালয়, ফেনীর তথ্য বাতায়ন ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।